কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
২৮ অক্টোবর লগি বৈঠা পল্টন হত্যার তান্ডব দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আছর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোগঞ্জ আঞ্চলিক সড়ক ও ভাগলপুর-লক্ষ্মীপুর হাইওয়ে রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা’র আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে আগরপুর বাসস্ট্যান্ডস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা’র আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, সহ-সেক্রেটারী মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ,
গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা’র সভাপতি সাকিল আহমেদ কাজল, রামদী ইউনিয়ন শাখা’র সভাপতি মো. মাহতাব উদ্দিন, উছমানপুর ইউনিয়ন শাখা’র সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখা’র সভাপতি মো. কামরুল ইসলাম সজিব, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও কর্মপরিষদ সদস্য মো. হানিফ মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
















