পঞ্চগড়ে অসহায়দের মাঝে উপহার বিতরণ
- আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে লিফাত ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকেলে ড. আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুস্থ,এতিম, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের রংপুর জোনের ব্যবস্থাপক ডা. নজরুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। উদ্বোধক ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডা. কানিজ ফাতেমা কনা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস শহীদ বাবু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি, সহ-সভাপতি ও কলেজের সহযোগী অধ্যাপক জেবুন্নাহার।
প্রধান অতিথির বক্তব্যে নওশাদ বলেন, প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়। তারাও মানুষ। তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। তিনি দেশি বিদেশি কয়েকজন বিখ্যাত প্রতিবন্ধীর জীবন কাহিনী তুলে ধরে বলেন, পঞ্চগড়ের প্রতিবন্ধীদের জন্য মডেল কমসূচি নেওয়ার ঘোষণা দেন তিনি। এজন্য সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পৌর এলাকার প্রায় দুইশ জন প্রতিবন্ধীর মাঝে চাল, ডাল, লবণ,তেল, চিনি, পিঁয়াজসহ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

















