রংপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
উপজেলা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেলে জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির উদ্যোগে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস. এম. ইয়াসীর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম। সভায় আরও বক্তব্য দেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস, তারিকুল ইসলাম, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক হোসেন মণ্ডলসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। আলোচনা সভায় ৩৩টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, উপজেলা দিবস পালনের মধ্য দিয়ে রংপুরে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং উপজেলা ভিত্তিক উন্নয়ন ও প্রশাসনের বিকেন্দ্রীকরণের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।















