ডিমলার ঝুনাগাছচাপানীতে শ্যামা পূজা ও দীপাবলী উৎসবে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

- আপডেট সময় : ১১:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
হিন্দু সমপ্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আজ। উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশে সোমবার নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের শ্মশান কালী মন্দিরে কালী পূজা ও দীপাবলী উৎসব আয়োজন করা হয়েছে।ঝনাগাছচাপানী ইউনিয়নের কেন্দ্রীয় শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি শ্রী আনন্দ মোহন রায়ের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিমলা উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া,সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোশারফ হোসন,যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান,প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন শ্মশান কালী মন্দির কমিটির সদস্য শ্রী নরেশ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি
শ্রী দেবেন্দ্রনাথ রায় সহ-সভাপতি শ্রী হরিপদ রায়,সাধারণ সম্পাদক ডাঃশ্রী মিঠুন চন্দ্র রায় সিনিয়র সহ-সম্পাদকশ্রী চন্দ্রন চন্দ্র রায় সহ সম্পাদক শ্রী নারায়ণ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ
শ্রী জয়কুল চন্দ্র রায় সাংগঠনিক সম্পাদক
শ্রী মনোজিৎ রায় দপ্তর সম্পাদক শ্রী প্রশান্ত নির্মল প্রচার সম্পাদক।
অনুষ্ঠান উদ্বোধক করেন শ্রী যুক্তবাবু যতীন্দ্রনাথ রায়(অবঃশিক্ষক)আহবায়ক ঝুনাগাছচাপানী কেন্দ্রীয় শ্মশান কালী মন্দির।
পৃষ্ঠপোষকতায় ছিলেন শ্রী সুহার্তো সেন তুষার,বিশিষ্ট ব্যবসায়ী চাপানীহাট।
সার্বিক তত্ত্বাবধানে শ্রী মিলন বাবু রায়(শান্ত)স্বত্বাধিকারী, শান্ত অনলাইন সেন্টার নীলফামারী।
সার্ভিক সহযোগিতায় ছিলেন শ্রী যামিনী মোহন রায়, স্বত্বাধিকারীর, সরকার এগ্রো এন্ড ব্রাদার্স চাপানীহাট। আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পার্টনার ছিলেন মিঠুন ফার্মেসী, চাপানীহাট, চিত্রা ফার্মেসী চাপানীহাট, দেবপর্ণা শিশু নিকেতন চাপানীহাট, দাদা ভাই জূয়েলার্স কাকড়া বাজার,বন্ধু টেলিক এন্ড মোবাইল সার্ভিস সেন্টার, চাপানীহাট, মেসার্স সরকার এগ্রো এন্ড ব্রাদার্স, চাপানীহাট, রত্না জুয়েলার্স চাপানীহাট।
আয়োজনেঃ ঝুনাগাছচাপানী কেন্দ্রীয় শ্মশান কালী মন্দির, চাপানীহাট ডিমলা, নীলফামারী।আলোচনা সভা শেষে অসহায় হতদরিদ্র বিধবা নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।