ফেনীর ফুলগাজীতে অটোরিক্সা ও সিএনজিসহ চোর চক্রের ৪ সদস্য আটক

- আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
ফেনীর ফুলগাজীতে অটোরিক্সা ও সিএনজিসহ চোর চক্রের ৪ সদস্য আটক করছে ফুলগাজী থানা পুলিশ।
মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, ফেনী মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় সুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, ফেনী, নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফেনী মহোদয় ও মোহাম্মদ লুৎফর রহমান, অফিসার ইনচার্জ, ফুলগাজী থানা, ফেনী এর তত্ত্বাবধানে অত্র থানার এসআই(নিরস্ত্র)/ কাজী মোঃ জাহাঙ্গীর আলম ও এসআই (নিরস্ত্র) নুরুল করিম সঙ্গীয় ফোর্স ২১/১০/২০২৫ইং তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় ফুলগাজী থানাধীন আনন্দপুর ইউপি ও ফেনী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ জিসাদ প্রঃ জিসান(৩২), পিতা- মোঃ হারুন, মাতা- জোহরা আক্তার মনি, সাং-লাটিমী (মোল্লা বাড়ী), থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, বর্তমান: সাং-হাজারী রোড (ভাড়া বাসা), থানা- ফেনী সদর, জেলা- ফেনী। রেজাউল করিম(২১), পিতা- রবিউল হক, মাতা- রেজিয়া বেগম,সাং- কাছারী বাজার, কন্ডারপাড় মজুমদার, ০৩নং ওয়ার্ড, পাঠান নগর ইউনিয়ন, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী, ৩। আবু বক্কর সিদ্দিক বাদশা(২১), পিতা- আবু আহম্মদ, মাতা- রাহেনা আক্তার, সাং- নুরপুর, ০৩নং ওয়ার্ড, ০৬নং জিএমহাট ইউনিয়ন, থানা- ফুলগাজী,জেলা- ফেনী। মোঃ নিজাম খান(২১), পিতা- বাহার মিয়া, মাতা- হোসনেয়ারা বেগম, সাং-দক্ষিণ শ্রীচন্দ্রপুর, ০৯নং ওয়ার্ড, ০৬নং জিএমহাট ইউনিয়ন, থানা- ফুলগাজী,জেলা- ফেনীদেরকে আটক করে।
এসময় আসামীদের হেফাজত হইতে চুরি যাওয়া একটি ব্যাটারী চালিত অটো রিক্সা ও আসামীদের চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। আসামীরা পরষ্পর যোগসাজসে অত্র থানাধীন আনন্দপুর ইউপির হাসানপুর গ্রামস্থ শাহজালাল এর বাড়ীর সামনের রাস্তা হইতে অদ্য ২১/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০২:০০ ঘটিকার সময় ইব্রাহিম খলিল প্রকাশ সোহেল এর মালিকানাধীন উদ্ধারকৃত উক্ত ব্যাটারী চালিত অটোরিক্সাটি চুরি করিয়া নিয়া যায়। বর্ণিত আসামীরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য।
উল্লেখিত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ দিকে ফুলগাজী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করিয়া চুরি মামলায় সন্দিগ্ধ এলাকার চিহ্নত চোর মোঃ শাখাওয়াত হাসান জনি(২৩), পিতা- মোহাম্মদ আলী, মাতা- জেসমিন আক্তার, সাং-দক্ষিণ ধর্মপুর, ০২নং ওয়ার্ড, ০৫নং আমজাদহাট ইউনিয়ন, থানা- ফুলগাজী,জেলা- ফেনীকে আটক করা হয়। ফুলগাজী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।