ফুলবাড়ীতে অভিভাবক ও কিশোর-কিশোরী সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

- আপডেট সময় : ১২:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
“তরুণ নেতৃত্ব বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন” এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিভাবক ও কিশোর -কিশোরী সমাবেশ ,বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,
বাল্যবিবাহ প্রতিরোধে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৯ অক্টোবর রোববার বিকেলে বড়ভিটা ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে ও চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক মোখলেছুর রহমান বাহাদুরের সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন, বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন খন্দকার, বড়ভিটা ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি নাফিসা তাবাসসুম,
ফুলবাড়ী উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আনিসুর রহমান, মহিদেব যুব কল্যান সমিতির চাইল্ড নট ব্রাট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নাজমু আলোসহ আরো অনেকে।
সমাবেশ শেষে,বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সবশেষে বাল্যবিবাহ প্রতিরোধে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।