নীলফামারীতে ইউনিয়ন যুবদলের আয়োজনে নির্বাচনী প্রচরণা ও দিকনির্দেশনামূলক সভা

- আপডেট সময় : ১২:২১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে
আগামী ত্রদ্বোশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীলফামারী সদরে পঞ্চপুকুর ইউনিয়ন যুবদলের আয়োজনে নির্বাচনী প্রচরণা ও দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮অক্টোবর) রাতের দিকে পঞ্চপুকুর ইউনিয়ন বিএনপি অফিসে ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম মোস্তফা শাহ ফকির রুবেল এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী`র সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মেনান,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পরিষদের ইউনিয়ন আহবায়ক শ্রী জুয়েল চন্দ্র রায়,ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো:মাসুম, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান শাহ শানু,ইউনিয়ন দপ্তর সম্পাদক রাশেদ মিয়া সহ অনেকে।
এসময় বক্তরা বলেন,দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্টবিহীন আগামী জাতীয় ত্রদ্বোশ নির্বাচনে নীলফামারী-২আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।আমরা ইউনিয়ন যুবদলের নেতাকর্মী এক হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের দাড়গোড়ায় পৌছালে, নীলফামারী-২ আসনের প্রার্থী জয়লাভ করবেন। আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি ইতিপূর্বে জেলা যুবদলের সভাপতি ও ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে ও দলের দু:সময়ে নেতাকর্মীর ঢাল হিসেবে ছিলেন। এছাড়া বক্তারা আরও বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফারও কাজ করতে হবে।যাতে ইউনিয়নের প্রতিটি নাগরিকের কাছে এই ৩১ দফা পৌঁছায়।তারা আরও বলেন, আগামীর বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন বিকল্প নেই।আলোচনা সভা শেষে বাজারের বিভিন্ন জায়গায় ধানের শীষের নির্বাচনী প্রচরণায় আনন্দ মিছিল করেন পঞ্চপুকুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা