ব্রেকিং নিউজ::
সংবাদ শিরোনাম ::
কথা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে
কথা
মোঃ মজিবুর রহমান
কথায় জাদু কথায় মধু
কথায় স্বর্গবাস।
কথায় কারো ভরণ-পোষণ
জীবিকা বারোমাস।
কথায় শক্তি কথায় মুক্তি
কথায় বুদ্ধি নাশ।
কান কথায় কান দিও না
হবে সর্বনাশ।
গোপাল ভাঁড়ের কথায় মজা
শরৎ বাবু কথার রাজা।
প্রেয়সীর কথা মচমচে ভাজা
যতই শুনি ততই তাজা।
কারো কথায় গরল মাখা
কারো কথা বক্ররেখা
যখন শুনে কোমল কথা
শুরু হয় স্বপ্ন দেখা।
মিষ্টি কথায় বেহুঁশ হয়ে
প্রেম আবেশে জড়ায় নারী
তিক্ত কথায় রিক্ত হয়ে
সহসা হয় ছাড়াছাড়ি।
১২/০৮/২০২৫ খ্রি.