ইসলামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন লোমান,মাহমুদ হাসান কবির মন্জিল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ছামিউল হক লাভলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল আরও সক্রিয় ভূমিকা রাখবে।
আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে উপজেলা ১২টি ইউনিয়ন ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
















