যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলিয়ারচরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের সদস্য সচিব মো. মুখলেসুর রহমান মঞ্জু ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম (মুছা)’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার এ আলম, ১নং সদস্য মোহাম্মদ সাইয়ূম মিয়া,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আওয়াল তালুকদার, মো. জুয়েল রানা, মো. রফিকুল ইসলাম, রমিজ উদ্দিন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, মিশকাত তালুকদার সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল ও জাসাস এর নেতা-কর্মীবৃন্দ।
এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এর আগের দিন ২৭ অক্টোবর সোমবার বাদ মাগরিব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
















