রংপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৯:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
আজ (২৭ অক্টোবর) সোমবার সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এরপর দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তরুণদের সংগঠিত করা। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও যুবদলের নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে
দুপুর ১টায় দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।
রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালী (মেট্রোপলিটন) থানা যুবদলের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ,
মোঃ আপেল মাহমুদ সর্দার
সিনিয়র যুগ্ন আহবায়ক মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা যুবদল, রংপুর মহানগর, মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ।
















