ব্রেকিং নিউজ::
সংবাদ শিরোনাম ::
আনোয়ারায় এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাতে চাতরী চৌমুহনী মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ গ্রুপ ও আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সমন্বয়কা দেলোয়ার গ্রুপের কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন,এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি খবর আমরা পেয়েছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















