বিএনপির ৩১ দফা মানুষের মাঝে পৌঁছাতে বোদা পৌরসভায় গণসংযোগ আজাদ
- আপডেট সময় : ০২:৩৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু করেছে উঠান বৈঠক,গণসংযোগ ও গণমুখী প্রচারণা কর্মসূচি। শুক্রবার সকালে জেলার বোদা পৌরসভার ভাসাইনগর এলাকা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। গণমুখী প্রচারণা কর্মসূচির পাশাপাশি প্রতিটি পাড়ায় উঠান বৈঠক কর্মসুচি গ্রহন করা হয়েছে।
এই দিন বোদা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে ৯ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এই গণমুখী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসকল কর্মসুচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গণসংযোগ,গণমুখী প্রচারণা ও অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে, ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ শাসন আমলে এদেশে সাম্প্রদায়ীক সম্প্রীতির অবনতি ঘটেনি, আগামীতে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে এই সম্প্রীতির বন্ধন আরো সুদৃহ হবে। তিনি বলেন, ধর্ম যার যার দেশ সবার, অধিকার ও নিরাপত্তাও সবার।
প্রতিটি মানুষ গর্বের সাথে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে। এমনই একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও দেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে। আজাদ বলেন, একাত্তরের জামায়াতের কি ভূমিকা ছিল এটা সবার জানা, তারা মানুষকে হত্যার সহযোগিতা করেছিল, আমাদের মা বোনদের পাক সেনাদের হাতে তুলে দিয়েছিল, তেমনি পাঁচই আগস্ট জামাত অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাঙচুর, লুটতরাজ করেছে। তারা একাত্তরের সেই অভ্যাস থেকে সংশোধন হয় নাই, তাদের এই দায় বিএনপির উপর চাপাতে চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বলেন, জামাত আল্লাহর দল দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তারা বলছেন দাঁড়িপাল্লা হেরে গেলে কুরআন হেরে যাবে।
ভোটের জন্য তাদের দলের নেতাকর্মীরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ইসলামকে কলুষিত করার কাজে লিপ্ত রয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন ইতিপূর্বে নির্বাচনে বিএনপি’র সঙ্গে জোট করে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে এমপি মন্ত্রী হয়েছেন। আপনাদের দলের সদস্যরা ও ধানের শীষে ভোট দিয়েছেন ওই সময় ভোট দিয়ে আপনাদের যে সকল কর্মী মৃত্যুবরণ করেছেন তারা কি তাহলে দোযখে গেছেন।
ভোট মৌসুমে সুন্দর লেবাজে ইসলামের অপব্যাখ্যা কারী এই ভাঁওতাবাজদের নিকট থেকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে প্রতিমাসে নগদ অর্থ, ফ্রি চিকিৎসা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ সহ নানা সুবিধা প্রদান করা হবে।
এছাড়াও ক্ষমতা গ্রহণের ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে আধুনিক চাষাবাদে যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহ করা হবে।সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের সংগঠিত করে আধুনিক চাষাবাদ, কৃষক সমিতি গঠন ও সুঠু বিপণন ব্যবস্থা গড়ে তুলে কৃষকদের পন্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন,সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজি দমন, ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা নিশ্চিতকরণ, কৃষি ও শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা চালু সহ ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হবে।বোদা-দেবীগঞ্জসহ সারা দেশে দৃশ্যমান পরিবর্তন ও উন্নয়ন করা হবে। তিনি বলেন,বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা,দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাস্তব রূপরেখা নিয়ে কাজ করছে। গণসংযোগ,গণমুখী প্রচারণা ও উঠান বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করেন তিনি। এই কর্মসুচিতে সাধারণ মানুষের ব্যাপক অংশ গ্রহন পরিলক্ষিত হয়েছে। ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের স্বত:স্ফুত অংশ গ্রহণে কর্মসূচিটি বেশ প্রাণবন্ত হয়ে উঠে।
গণসংযোগ,গণমুখী প্রচারণা ও উঠান বৈঠকে বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ,পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ,আব্দুল্লাহ আল মারুফ অনু,মামুনুর রশিদ দুলু,উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক সোহেল রানা,পৌর মহিলা দলের আহবায়ক মজিদা বেগম, সহ উপজেলা,পৌর বিএনপি,অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উঠান বৈঠক গুলোতে সনাতন ধর্মের নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।



















