পাঁচবিবিতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকদলের আয়োজনে এক নির্বাচনি মত বিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে।
(২৫ অক্টোবর) পাঁচবিবি উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে পাঁচবিবি কমিউনিটি সেন্টারে পাঁচবিবি উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাহিদ হোসেনের সভাপতিত্বে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পাঁচবিবি উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বিশেষ অতিথির বক্তব্য জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জয়পুরহাট এক আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা প্রধান ও পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মুনজুরে মওলা পলাশ সদস্য সচিব জয়পুরহাট জেলা কৃষকদল, আব্দুল হান্নান চৌধুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, রেজাউল করিম পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আবু তাহের পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আবু হাসনাত মন্ডল হেলাল আহবায়ক পাঁচবিবি পৌর বিএনপি, জিয়াউল ফেরদৌস রাইট যুগ্ন আহ্বায়ক পাঁচবিবি পৌর বিএনপি, ফরহাদ
হোসেন মিলন আহ্বায়ক পাঁচবিবি পৌর কৃষকদল, সানোয়ার হোসেন সদস্য সচিব সহ পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি’র অঙ্গ সংগঠন ও কৃষক দলের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন
















