কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা আদায়
- আপডেট সময় : ১১:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান এর হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মনিরুল ইসলামের নাবালিকা কন্যা হুমাইরা আনজু মনিরার সঙ্গে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে অপ্রাপ্তবয়স্ক আব্দুল্লাহ আল (রাফি)-এর বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান বাল্যবিবাহটি বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৯ ধারায় কন্যা পক্ষকে ২০ হাজার টাকা ও বর পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উভয় পক্ষকে ভবিষ্যতে নাবালিকা কন্যার ১৮ বছর ও ছেলের ২১ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়। প্রশাসনের এমন উদ্যোগে এলাকায় প্রশংসার জোয়ার বইছে। স্থানীয়রা জানান, এ ধরনের অভিযানে সচেতনতা বাড়বে এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রোধে ইতিবাচক প্রভাব ফেলবে।
















