রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৬:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
শহীদ এডভোকেট আলিফ হত্যা, গাজীপুরের টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে গুম করে হত্যার চেষ্টা, মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণসহ দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে বাঙ্গালহালিয়া বাজারে স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাঙ্গালহালিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রীছাউনিতে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন,
“ইসকন দীর্ঘদিন ধরে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। তাই অবিলম্বে এ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।” যদি নিষিদ্ধ করা না হয়, আগামীতে আরও কঠিন আন্দোলনের ঢাক আসবে ইনশাআল্লাহ।
সমাবেশে হেফাজত ইসলাম বাংলাদেশ রাজস্থলী উপজেলা শাখার সভাপতি আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক ফোরকান, আরও মাঃ আব্দুল কাদের, মাঃ ফজলুল করিম, মাঃ শাহেদসহ স্থানীয় ধর্মীয় নেতা, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।














