ব্রেকিং নিউজ::
সংবাদ শিরোনাম ::
বাঘার কেশবপুরে মাটির দেয়াল ধসে বৃদ্ধ মহিলার মর্মান্তিক মৃত্যু
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর গ্রামে মাটির দেয়াল ধসে তাহমিনা (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাহমিনা ঐ গ্রামের মসলেম সরকারের মেয়ে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তাহমিনা মাটির দেয়ালের পাশে মাটি আনতে যান। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে তার মাথার উপর পড়ে। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই আমিরুল ইসলাম জানান, “আমার বোন মাটি আনতে গিয়েছিল। হঠাৎ শব্দ শুনে সেখানে গিয়ে দেখি, দেয়ালের নিচে চাপা পড়ে আছে। আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে মাটি সরায়, কিন্তু ততক্ষণে সে মারা যায়।”
স্থানীয়রা জানান, পুরনো ও বৃষ্টি ক্ষতিগ্রস্ত হওয়ায় দেয়ালটি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।













