ব্রেকিং নিউজ::
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের বাস চাপায় নিহত মোটরসাইকেল আরোহী শামীম তালুকদার শরনখোলার বাসিন্দা
মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খুলনা–বাগেরহাট মহাসড়কের দশানী পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী শামীম তালুকদারকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’














