ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে প্রামাণ্যচিত্র প্রদর্শন, কিশোর-কিশোরী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে এবং চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১০ টা হইতে দিন ব্যাপী রাবাইতারী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কিশোর-কিশোরী সমাবেশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাবাইতারী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল্ল্যা আল হাসান,ফুলবাড়ী উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আনিছুর রহমান, ভাঙ্গামোর ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আঙ্গুর খাতুন,ভাঙ্গামোর ইউনিয়নের ফিল্ড ফেসিলিটেটর জাহিদুল ইসলাম জাহিদ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের অনুষ্ঠান সন্ঞলনা করেন আব্দুর রশিদ বাবলা।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, “বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি একটি শিশুর স্বপ্ন, অধিকার ও ভবিষ্যৎ কেড়ে নেয়। সমাজের প্রতিটি মানুষকে সচেতন হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
অন্যান্য বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে আইনগত সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
পুরো আয়োজনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।














