জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কাউন্সিল সম্পন্ন
- আপডেট সময় : ১০:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
১৯৮২ সালে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা (সরকারি নিবন্ধন নং–৯৫০৭৪) সবসময় মাঠপর্যায়ের সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় ২১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। এই ধারাবাহিকতায় গত (২২ অক্টোবর ) বুধবার দুপুর ২টায় রংপুর সার্কিট হাউস মিলনায়তনে সম্পন্ন হলো রংপুর বিভাগের ৮ জেলার সমন্বয়ে জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কাউন্সিল।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ কাওছার জামান বাবলা। প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মো: আলমগীর গনি।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্য মো: মন্জুর হোসেন,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মো: আতিকুর রহমান আজাদ,যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু মুছা সহকারী মহাসচিব সাজেদুর রহমান সাজু। জাতীয় সাংবাদিক সংস্থার ’র কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব ও রংপুর বিভাগীয় আহবায়ক সাংবাদিক আশরাফ খান কিরণ সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য সচিব মো: তারেক বাপ্পী, কানিজ আফরিনা খানম কণা, কামরুল হাছিন কলিন্স, সিন্থি আক্তার, চন্দনা আহমেদ,নিলুফা ইয়াসমিন, মিরাজ ই মোস্তফা, রেজিনা আক্তার, মনির হোসেন, রংপুর জেলার সভাপতি ধ্রুবকরাজ, সহ সভাপতি ওলিয়ার রহমান বাবু, সাধারন সম্পাদক মো: জাকির হোসেন সুজন, রংপুর মহানগর সভাপতি মো: আব্দুর রহমান, সহ সভাপতি নাসরিন নাজ ,সাধারন সম্পাদক সুজা উদ্দিন সরকার সুয়েজ, প্রশিক্ষন সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ মুরাদ, হীমেল মিত্র, রংপুর মহানগর।
পঞ্চগড় জেলা সভাপতি আতিকুজ্জামান আতিক সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সভাপতি মো: আসাদুজ্জামান,সাধারন সম্পাদক মো: জুলফিকার আলী, দিনাজপুর জেলা সভাপতি মো: আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মো: ফরিদ আলী, নীলফামারী জেলা সভাপতি মো: আব্দুল মালেক, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,লালমনিরহাট জেলা সভাপতি মো: আবু ছালেক ফিরোজ, সাধারন সম্পাদক মো: সুমন আহমেদ শিহাত,গাইবান্ধা জেলা সভাপতি হারুন অর রশিদ বাদল, সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু।
পরে বিকেল সাড়ে ৪টায় রংপুর সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা রংপুর বিভাগ, জেলা ও মহানগর কমিটির আয়োজনে দেশের গেজেটভুক্ত ৫ জন শহীদ, আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি থেকে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম ও বিশেষ অতিথিদ্বয়,২০২৪ এর গনঅভ্যুত্থানে গেজেটভুক্ত ৫ জন শহীদ পরিবারের পক্ষ থেকে আগত প্রতিনিধি সহ রংপুর বিভাগের ৮ জেলার আহত ও সাহসী ৩৪ জন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথি জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে শহীদ, আহত ও সাহসী সাংবাদিকদের প্রতি এই সম্মাননা প্রদান কৃতজ্ঞতারই বহি:প্রকাশ উল্লেখ করে বলেন , দেশের প্রতিটি সংকটময় সময়ে গণমাধ্যমের ভূমিকা ছিল অনন্য। ২০২৪ এর গনঅভ্যুত্থানে সাংবাদিকরা নির্ভয়ে সত্য প্রকাশ করেছেন বলেই আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এতে ৫ জন শহীদ, আহত ও সাহসী সাংবাদিকদের ত্যাগের মহিমা দেশ ও জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ এর ডি আই জি আমিনুল ইসলাম, রংপুর এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রকিবুল হাসান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ কাওছার জামান বাবলা, জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্য মো: মন্জুর হোসেন,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মো: আতিকুর রহমান আজাদ,যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু মুছা সহকারী মহাসচিব সাজেদুর রহমান সাজু।
জুলাই গণ- অভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন মেহেদীসহ পাঁচজন সাংবাদিক। তাঁদের মধ্যে তিনজন শহীদ হয়েছেন রাজধানী ঢাকায়; ১জন সিলেটে, আরেকজন হবিগঞ্জে। এর মধ্যে যাত্রাবাড়ীতে শহীদ হন মেহেদী হাসান, উত্তরায় শাকিল হোসেন ও ধানমন্ডিতে তাহির জামান। এ ছাড়া সিলেট শহরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব আর হবিগঞ্জের বানিয়াচংয়ে শহীদ হন সোহেল আখঞ্জী। সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে সারা দেশে শহীদ হয়েছেন ৮৪৪ জন। এ তালিকায় শহীদ পাঁচ সাংবাদিকের নাম রয়েছে।
















