প্রতিবন্ধী লালমিয়ার পাশে সেচ্ছাসেবীরা
- আপডেট সময় : ১০:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ে ঘড়বাড়ি লন্ডভন্ড হয়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন লাল মিয়া নামে এক প্রতিবন্ধী। সেই লালমিয়ার পাশে দাড়িয়েছেন সেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে তার হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
জানা যায়, শারীরিক প্রতিবন্ধী লাল মিয়া কোন ধরনের কাজ করতে পারেনা। তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় দিন মজুরের কাজ করে পরিবার ও দুই সন্তানকে পড়ালেখা চালান। কিন্তু হঠাৎ সকালের ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যায় লাল মিয়ার উঠে যায় ঘর। পরে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তিনি। এবিষয়ে সংবাদ প্রকাশের পরে স্থানীয় সেবা ফাউন্ডেশন বাংলাদেশ ও রুখে দাঁড়ায় বাংলাদেশ নামে সেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাড়ায়। বিকালে সংগঠনের সেচ্ছাসেবীরা তার বাড়িতে গিয়ে এক বান্ডিল টিন, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেন।
এতে প্রতিবন্ধী লালমিয়া বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমি পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। টাকার অভাবে ঘরবাড়ি ঠিক করতে পারছি না। সাংবাদিক এসে আমার ভিডিও করছিলো। আজকে যারা আমাকে সহায়তা করলো তাদের জন্য সারাজীবন দোয়া করব।
এবিষয়ে সেবা ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের পরিচালক রফিক শাহ বলেন, আমি গণমাধ্যম প্রতিবন্ধী লালমিয়ার ঘরবাড়ি উঠে যাওয়ার খবর দেখতে পাই। সেটি দেখে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে আজকে তাকে সহায়তা করা হলো। আমরা আগামীতে তাকে আরও সহায়তা করার চেষ্টা করব।
এসময়ে সেচ্ছাসেবী শিপন, ফারুক ইসলাম, সিরাজুল উপস্থিত ছিলেন।















