জেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
বুধবার ২২ অক্টোবর সকাল ১০.৩০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নীলফামারী এ.এফ.এম. তারিক হোসেন খান।
পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অতঃপর দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, কনফারেন্স রুমে এ.এফ.এম. তারিক হোসেন খান, সভাপতিত্বে আইন-শৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার সেপ্টেম্বর /২০২৫ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।