রামগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৪:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি – কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার ২২ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত উল্লাহ্, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, মৎস কর্মকর্তা মনোয়ার হোসেন প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, যুব উন্নয়ন কর্মকর্তা তানভির রহমান সিদ্দিক, রামগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।
এছাড়াও র্যালি” ও সভাতে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা, ছাত্র-জনতার প্রতিনিধিরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।