বাঘায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’

- আপডেট সময় : ১০:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাঘা পৌরসভা দল ও বাজুবাঘা ইউনিয়ন দল। রোমাঞ্চকর ম্যাচে বাঘা পৌরসভা ২-১ গোলে বাজুবাঘা ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলা উপভোগ করতে মাঠে উপচে পড়ে দর্শকদের ভিড়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার অফিসার ইনচার্জ আ. ফ. ম. আসাদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াত আমির আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
খেলার ধারাভাষ্য দেন বিপ্লব কুমার রায়, শরিফুল ইসলাম ও আব্দুল হানিফ মিঞা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানস্থল বর্ণিল সাজে সজ্জিত হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
টুর্নামেন্টের মাধ্যমে বাঘা উপজেলায় তরুণদের মাঝে খেলাধুলার চেতনা, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।