খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ১০:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও সংগঠনের টিও লাইসেন্স এর দাবিতে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার ২২ অক্টোবর দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে সামনে সংগঠটির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কনক ব্রত ত্রিপুরা সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহব্বায়ক মোশারফ হোসেন।
জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখে জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো: হানিফ প্রমূখ।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি’র জেলা প্রশাসক এর নিকট প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রদান করে এবং খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এর নিকট কৃষি উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তৃতারা গত ৩০ সেপ্টেম্বর কৃষি উপদেষ্টার সংবাদ সম্মেলনে “নতুন নীতিমালা কার্যকর হলে খুচরা বিক্রেতা বলে কিছু থাকবে না ” এবং “খুচরা বিক্রেতাদের আর পৃষ্ঠপোষকতা করা হবে না ” কৃষি সচিবের এমন বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
তৃণমূলে ওয়ার্ড পর্যায়ে কৃষক এর মাঝে নগদ ও বাকীতে দীর্ঘদিন সার বিক্রি করে আসছে। এক এক জন খুচরা বিক্রেতা কৃষকের নিকট লক্ষ- লক্ষ টাকা বাকী টাকা পাবে। এসব টাকা কৃষক কোন দিন একসাথে পরিষদ করতে পারবেনা, তারা সবসময় লেনে-দেনে থাকে। খুচরা বিক্রেতা প্রথা বাতিল হলে দেশের কোটি কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবে।
তাছাড়া কয়েক দশকের ব্যবসা হারিয়ে দেশের ৪৪,০০০ খুচরা সার বিক্রেতারা তাদের পরিবার নিয়ে কোথায় দাঁড়াবে। বক্তারা সরকার কে নতুন নীতিমালা স্থগিত করে, আরও সময় নিয়ে অংশিজন দের সাথে সভা- সেমিনার এর মাধ্যমে বিস্তারিত মতামত নিয়ে নতুন নীতিমালা সংশোধন করে বাস্তবায়ের আহব্বান জানায়।