আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে পেতে আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টিতে) ভোট দিন ব্যারিস্টার ফুয়াদ

- আপডেট সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২৬ কুড়িগ্রাম-২ নির্বাচনী এলাকায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)’র সাধারন সম্পাদক ব্যারিস্টার মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ-এর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে পথসভার পরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়ায় দ্বিতীয় ও তৃতীয় পথ সভা শেষে রাত নয়টায় ফুলবাড়ী উপজেলার কাশিপুরে এবং রাত সাড়েনয়টায় ফুলবাড়ী বাজার তিনকোনামোড়ে পথ সভার মধ্য দিয়ে আজকের এ নির্বাচনী প্রচারণা প্রচারনার কার্যক্রম শেষ করে।
কুড়িগ্রাম জেলার সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় কুড়িগ্রামের পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে এবি পার্টির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। সভাপতি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন। এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলার কমিটির নেতৃবৃন্দ।
ব্যারিস্টার মোঃ আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, “নতুন রাজনীতি অবশ্যই করতে হবে, যদি আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান। এটা আপনাদের চয়েজ। যে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে পেতে চান। নাকি দাসত্বের জীবন চান। নাকি জিন্দাবাদের রাজনীতি চান। যদি আপনারা গুন্ডাদেরকে নির্বাচিত করেন তাহলে সারাজীবন ভুগতে হবে।”
কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে।