গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা

- আপডেট সময় : ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর ৭নং ওয়ার্ডের আয়োজনে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আমির মাওলানা জিন্নাত আলী, উপজেলা সাধারণ সম্পাদক ইউনুস আলী, বাঘা পৌরসভা আমির মো. সাবদার আলী, পাকুড়িয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নাফ এবং সাধারণ সম্পাদক নবীউল হক।
বক্তব্যে অধ্যক্ষ নজমুল হক বলেন,
“আমরা শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই।
জনগণের পাশে থেকে ইসলামী মূল্যবোধে সমাজ গঠনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ।”
এছাড়া মাওলানা জিন্নাত আলী বলেন,
এই গণসংযোগের লক্ষ্য শুধু প্রচারণা নয়,
আমরা শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। জনগণের পাশে থেকে ইসলামী মূল্যবোধে সমাজ গঠনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানের শেষে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মানুষের মন জয় করা। আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়।”
অনুষ্ঠানের শেষে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ ওমর ফারুক।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।