বাঘায় একদিনে দুই গৃহবধূর আত্মহত্যা

- আপডেট সময় : ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
রাজশাহী বাঘায় পারিবারিক কলহের কারণে মনিশা খাতুন (১৯) ও মোছাঃ সোহাগী খাতুন (২৫) নামের দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (২০ অক্টোবর) বাঘা উপজেলার কেশবপুর ও সুলতানপুর এলাকায় পৃথক এই ঘটনা দুটো ঘটে বলে জানা যায়। পরে খবর পেয়ে লাশ দুটো থানা পুলিশ উদ্ধার করেছে বলে জানান বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান।
জানা যায়, সোমবার (২০ অক্টোবর) রাত্রি আনুমানিক ১১.১৫ ঘটিকা থেকে রাত ১২.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে পারিবারিক কলহের কারনে মনিশা খাতুন(১৯) স্বামীর বাড়ীতে নিজ শয়ন ঘরের দোচালা টিনশেড ঘরের আড়ার সাথে ওড়নার একপ্রান্ত বেঁধে অপরপ্রান্ত গলায় বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মনিশা খাতুন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের আজাদ আলীর স্ত্রী।
অপরদিকে সোমবার (২০অক্টোবর) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় পারিবারিক কলহের কারনে মোছাঃ সোহাগী খাতুন (২৫) স্বামীর বাড়ীতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগী খাতুনকে মৃত ঘোষনা করেন। সোহাগী খাতুন উপজেলার গড়গড়ি ইউনিয়নের শরিফুল এর স্ত্রী।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।