বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমানের সংস্কার চাই, আট লক্ষ ওমান প্রবাসীদের পক্ষে মােঃ রাকিব উদ্দিন

- আপডেট সময় : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আট লক্ষ প্রবাসীদের জন্য একটি টয়লেট দুইটি প্রস্রাবখানা, তার মধ্যে কোনটা ব্যবহারের উপযােগী আছে বলেই মনে করে না বাংলাদেশী প্রবাসীরা, টয়লেট দুইটি ও প্রস্রাবখানা গুলি যা ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশ। সবার তকবির পরিবর্তন হলেও ওমান প্রবাসীদের ভাগ্য পরিবর্তন হয়নি এখনো। আট লক্ষ প্রবাসীর জন্য সংস্কার চেয়ে খােলা চিটি দিয়েছেন ওমান প্রবাসী মােহামাদ রাকিব উদ্দিন। তার চিটিতে লিখেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমান দূতাবাস দালাল মুক্ত চাই করতে হবে, দূতাবাসে আরাে দক্ষ কর্মকর্তা নিয়ােগ করতে হবে।
পাসপার্ট এবং ভিসা সহ সব ধরনের সেবার মান দ্রত সময়ে করতে হবে। প্রবাসীদের সব ধরনের আইনি জটিলতা কোন ধরনের ফি ছাড়া সেবা নিশ্চিত করত হব। অসুস্থ প্রবাসী এবং প্রবাসে কোন প্রবাসীর মৃত্যু হলে দ্রুত সময়ে লাশ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠাতে হবে। বিভিন্ন জায়গায় অস্থায়ি দূতাবাস টিম আরাে বাড়াতে হবে। ওমানে ৮ লক্ষ প্রবাসীর জন্য রয়েছে মাত্র একটি টয়লেট। বিষয়টা বড়ই হাস্যকর হলে ও এটাই সত্য কথা। যা প্রবাসীদের জন্য চরম ভােগান্তি। বাংলাদেশ দূতাবাসে কয়েক জন কর্মকর্তার জন্য কয়েকটি উন্নত মানের টয়লেট থাকলেও কিন্তু খুবই দুঃখের বিষয় কিভাবে সম্ভব। পাসপাের্ট সহ সব ধরনের ফি কমাতে হবে। কম পক্ষে দুটি টয়লেট এবং তিনটি প্রস্রাব খানা থাকতে হবে একটি নামাজ পড়ার জন্য ইবাদত খানা। মহিলা এবং দূরের জায়গা থেকে যারা আসবে দূতাবাসে তাদের কে অগ্রাধিকার দিতে হবে। সকল প্রবাসীদের সাথে সুন্দর আচার-ব্যবহার করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন তিনি।