নীলফামারীতে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদন্ড

- আপডেট সময় : ০২:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
নীলফামারীর কিশোরগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বাহাগিলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।
দন্ডপ্রাপ্তরা হলেন- বাহাগিলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে স্বাধীন (২৭), রংপুরের তারাগঞ্জের দর্জিপাড়া এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মনিরুল ইসলাম (২৫) ও তারাগঞ্জ থানা এলাকার নুর ইসলামের ছেলে ইউনূস আলী (৩)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আজ রাতে বাহাগিলী ব্রিজের নিচে কয়েকজন যুবক মাদক সেবক করছিলেন। এসময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে তিনজনকে আটক করে। বাকিটা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিষ্টেট সেখানে ভ্রম্যমান আদালত পরিচালনা করে দুজনের চার মাস আরেকজনের পাঁচ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়। এতে অভিযানে পুলিশকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহায়তা করেন।
ইউএনও প্রীতম সাহা বলেন, দুইজন যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার মাস ও আরেকজকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ###