পঞ্চগড় টুনিরহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

- আপডেট সময় : ১১:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
পঞ্চগড় সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ উদ্বোধন হয়েছে। বুধবার প্রধান অতিথি পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ-সময় কামাত কাজ দীঘি চেয়ারম্যান মো. তোফায়েল প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামাতের আমির মাওলানা মো. ইকবাল হোসাইন, কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান প্রধান, জেলা জাসাস সভাপতি ইউনুস আলী, চকলাহাট ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম প্রমুখ। উদ্বোধনী দিনে জলঢাকা খান ব্রাদার্স পাঠান পাড়া ফুটবল একাডেমি ও কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর খেলা অনুষ্ঠিত হায়। খেলায় জলঢাকা খান ব্রাদার্স, কিশোর ফুটবল একাডেমি রাজশাহীকে ২-০ গোলে পরাজিত করে।
টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমী আয়োজিত
গোল্ডকাপ টুর্নামেন্ট স্বাগতিক দলসহ দেশের বিভিন্ন জেলার মোট ৮ টি দল অংশ নিচ্ছে।