লামায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

- আপডেট সময় : ১০:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বান্দরবানের লামা উপজেলাতে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় লামা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী তথ্য কর্মকর্তা (তথ্য অফিস, লামা), উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি ও সমান অধিকার নিশ্চিত করতে পারলেই দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। তারা আরও বলেন, “কন্যাশিশুর বিকাশে বিনিয়োগ মানে জাতির ভবিষ্যতে বিনিয়োগ।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নারী সংগঠনের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।