বুক দিয়ে ঘানি টানা বৃদ্ধের পাশে সাবেক এমপি সিদ্দিক

- আপডেট সময় : ১০:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালানো মোস্তাকিন আলী (৬৫) পাশে দাড়িয়েছেন সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাহাগিলী ইউনিয়নের পাগলাটারি গ্রামে তার নিজ বাড়িতে গিয়ে তাকে সহায়তা দেওয়া হয়।
জানা যায়, তিনি সংসার চালাতে দীর্ঘ তিন যুগ ধরে তার স্ত্রী ছকিনা বেগমসহ তেলের ঘানি টেনে সংসার চালায়। সকাল বেলা বিভিন্ন এলাকা ঘুরে দুপুর থেকে বিকাল পর্যন্ত বুক দিয়ে তেলের ঘানি টেনে তেল বের করে বাজারে বিক্রি করেন। এনিয়ে করুনদৃশ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হলে নীলফামারী ৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিক আলম সিদ্দিকী তাকে আর্থিকভাবে বিশ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এতে তার ছেলে ইরফান খান ইকু তার বাড়িতে এসে তার হাতে সহায়তা তুলে দেন।
এসময়ে ইকু বলেন, আমার বাবা সংবাদ মাধ্যমে বিষয়টি দেখে ততক্ষণাত সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি ব্যবসায়ীক কাজে বাহিরে থাকায় আমি বৃদ্ধের বাড়ি এসে তার হাতে সহায়তা তুলে দিলাম।
বৃদ্ধ মোস্তাকিন আলী বলেন, আমি দীর্ঘদিন জীবন থেকে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালাচ্ছি। কখনো কল্পনা করিনি আমাকে কেউ এভাবে সহায়তা করবেন।যারা আমাদের এভাবে সহায়তা করছেন আমার পরিবার তার প্রতি সবসময়ই দোয়া রাখবেন।
প্রসঙ্গত, এনিয়ে সংবাদ প্রকাশের পর এক ব্যাক্তি তাকে একটি নতুন টিনের ঘর ও বিদ্যুৎ চালিত তেল মারাই নতুন মেশিন দিয়েছেন। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে চার বান্ডিল টিন, খাবার, এক মত সরিষাসহ নগদ অর্থ দেওয়া হয়েছে।