ব্রেকিং নিউজ::
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের বারো দিনেও সন্ধান মিলেনি হাফেজ নিহাদুল ইসলাম চৌধুরীর

মোহাম্মদ ওয়াজেদ:(বাঁশখালী)
- আপডেট সময় : ১০:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের মনছুর আলী চৌধুরী বাড়ির, জাফর আহমদ চৌধুরীর ছোট ছেলে হাফেজ নিহাদুল ইসলাম চৌধুরী নিহাদ (১৬) গত ২৭/০৯/২০২৫ইং রোজ শনিবার স্থানীয় আবু বক্কর ছিদ্দিক(রহ.)মাদ্রাসার উদ্দেশ্য বের হয়ে এখনো নিখোঁজ।ছেলের খুঁজে মা-বাবা,ভাই,বোন সবাই আত্মহারা।ছেলের খোঁজে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন “বাবা-মা”।
নিখোঁজ হাফেজ নিহাদের বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা পুলিশ অফিসার (ওসি)সাইফুল ইসলাম বলেন,নিখোঁজ ব্যক্তির সাধারণ ডায়েরি করেছে পরিবার এবং আমাদের টিম দায়িত্বের সাথে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।
কোন স্বহ্রদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান বা খবর দিতে পারলে থাকে সম্মানিত করা হবে বলে জানান তার পরিবার।
যোগাযোগ:01845796939 /01615350944 / 01306747639