কক্সবাজারে যুব জামায়াত নেতা আমজাদ হোসেন ছুরিকাঘাতে নিহত

- আপডেট সময় : ০৩:৪০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক যুব জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নতুন মহাল বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। তিনি কোরআনের হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ছৈয়দ নূরের পরিবারের সঙ্গে নিহত আমজাদের পরিবারের মামলা-মোকদ্দমা চলছিল। এর ধারাবাহিকতায় ছৈয়দ নূরের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাফি এবং আরও দুই যুবক প্রকাশ্যে বাজারে আমজাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান অভিযোগ করেন, ঘাতক রাফি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের পরিবারের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আমজাদদের জমি দখল ও হয়রানি চালানো হচ্ছিল। তারই অংশ হিসেবে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।