রাঙ্গুনিয়ায় রেজায়ে মোস্তাফা তরুণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও পুরস্কার বিতরণী

- আপডেট সময় : ০১:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
নেজাম উদ্দীন-রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা হাজীপাড়ায় রেজায়ে মোস্তাফা (সাঃ) তরুণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসেবে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন তরুণ চিকিৎসক ডাঃ আরিফ রিকো (এমবিবিএস) এবং পল্লী চিকিৎসক এস.এম. দিদারুল আলম। স্থানীয়রা এই সেবায় অংশগ্রহণ করে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন তরুণ পরিষদের সভাপতি ও সমাজসেবক মোখলেচুর রহমান এবং আহ্বায়ক মোক্তার হোসেন।
অনুষ্ঠানে মুহাঃ আদর ও হাফেজ আবু ছালেহ সাহেদের নেতৃত্বে কুইজ প্রতিযোগিতা, খতমে কোরআন ও খতমে গাউছিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষপর্বে কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।
এই ধরনের উদ্যোগ স্থানীয় সমাজে সেবা ও শিক্ষা সম্প্রসারণের দিক থেকে প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।