সৈয়দপুরের ইকু গ্রুপের ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৩:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩৫৫ বার পড়া হয়েছে
নীলফামারীর সৈয়দপুরে মাসুদ রানা নামে এক ম্যানেজারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য অপপ্রচারের অভিযোগ উঠেছে। এঘটনায় থামায় লিখিত অভিযোগ দায়ের করেছন ভুক্তভোগী।
বৃহস্পতিবার( ২৯ আগস্ট) রাতে সৈয়দপুর ইকু হেরিটেজ এন্ড রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব কথা বলেন। মাসুদ রানা সৈয়দপুরের ইকু হেরিটেজ এন্ড রেষ্টুরেন্টের ম্যানজার হিসেবে কর্মরত আছেন ও তিনি সৈয়দপুরের বাসিন্দা।
তিনি বলেন, আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৈয়দপুর নিউজ নামে একটি পেজে মিথ্যা তথ্য প্রচার করে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে এক কুচক্রী মহল। তারা ফেসবুকে নিজের ইচ্ছে মত বিভিন্ন মিথ্যে তথ্য ছড়িয়ে আমিসহ বিভিন্ন মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। তারা ফেসবুকে যা লিখেছে এসবের সঙ্গে আমি কখনো জড়িত না। তারা আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে লিখেছে আমি এর তীব্র নিন্দা জানাই ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।