শ্যামনগরে কালিঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।

- আপডেট সময় : ০৩:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৭৭ নং কালিঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনীন্দ্রনাথ মন্ডল বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীনেশ চন্দ্র মন্ডল সভাপতি শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ তরিকুল ইসলাম সেক্রেটারি শ্যামনগর উপজেলা শিক্ষক সমিত। ১৭১ নং টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আবুল কাশেম, কালিঞ্চী নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা শাহীদুজ্জামান ও শিক্ষক আনারুল ইসলাম,গোলাখালী আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি মন্ডল,কালিঞ্চী এ গফফার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু মানমেন্দ্র মিস্ত্রী,ও শিক্ষক মো: আবু সাইদ ,এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্যামনগর পশ্চিম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ জাহিদ হাসান, রমজান নগর ইউনিয়ন নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান, প্রমুখ । আমিনুর রহমানের পরিচালনায় বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু মনীন্দ্রনাথ মন্ডল।
বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মাজেদের সভাপতিত্বে বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ২৫ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।
আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু মনীন্দ্রনাথ মন্ডল , সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।