কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক মজিনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা ইউএনও অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা। সভায় মাঠ পর্যায়ের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা ও অগ্রীম পরিকল্পনা গ্রহণ করা হয়। অংশগ্রহনকারী হিসেবে উপজেলার ১২টি ইউনিয়নের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।