শরণখোলায় কর্মীসভায় শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন বিএনপির সংসদ প্রার্থী ড. এ বি এম ওবায়দুল ইসলাম

- আপডেট সময় : ০৩:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় ১৯-১০-২০২৫ তারিখ রোজ রবিবার খোন্তাকাটা ইউনিয়ন বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এসময় তিনি তার বক্তব্য বলেন তিনি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান এবং এমপি হতে পারেন তাহলে শরণখোলা মোড়লগঞ্জ কচুয়ায় শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান, পর্যটন ,বেকারত্ব ও নদী ভাঙ্গন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমানারা আলো, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মোড়লগঞ্জের খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, শামীম আহমেদ বাদল।