তারেককে সভাপতি ও সোহেলকে সাধারণ সম্পাদক করে নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক এর আনুষ্ঠানিক উদ্বোধন

- আপডেট সময় : ০২:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে মানবসেবামূলক কর্মকাণ্ডে নতুন মাইলফলক স্থাপন করল আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (Lions Clubs International )।গত ১৫ অক্টোবর ২০২৫, বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জনপ্রিয় সানাই রেষ্টুরেন্ট ও পার্টি হলে ডিস্ট্রিক্ট ২০-আর২(District 20-R2,এর আয়োজনে জাঁকজমকপূর্ণ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক (New Horizon Lions Club of New York)এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তারেক হাসান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও কমিউনিটি নেতা আহমেদ সোহেল ।যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান ও যুগ্ম সাধারণ সম্পাদ তাহমিনা সুইটির সমন্বালকের সহযোগিতায় অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা।
বিশ্বের বৃহত্তম মানবসেবামূলক সংগঠনের অংশ হলো নতুন এই ক্লাব ।১৯১৭ সালে প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (Lions Clubs International )বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪৬,০০০-এর বেশি ক্লাব ও প্রায় ১৪ লক্ষাধিক সদস্য নিয়ে কাজ করছে। “We Serve” — এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে লায়ন্স ক্লাব বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক কোনো বিদ্যমান ক্লাবের সমান্তরাল সংগঠন নয়; এটি একটি নতুন চার্টার্ড ক্লাব, যার লক্ষ্য প্রবাসী বাংলাদেশি ও বৃহত্তর কমিউনিটিকে আরও সক্রিয়ভাবে মানবসেবা কার্যক্রমে যুক্ত করা।
সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ২০-আর২ (District 20-R2, New York) এর জেলা গভর্নর লায়ন আসেফ বারি টুটুল ।যিনি দীর্ঘ প্রায় ১০ বছরে বাংলাদেশি কমিউনিটিতে নতুন একটি চার্টার্ড ক্লাব অনুমোদনের ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিরা সব সময় সমাজসেবায় এগিয়ে। নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক কমিউনিটিতে মানবসেবার নতুন অধ্যায় সূচনা করবে।”
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ সোহেল নতুন নির্বাহী কমিটির নামলঘোষণা করেন।খবর আইবিএননিউজ ।
সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেবিবিএ সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও মুলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম,লায়ন্সেস মুনমুন হাসিনা বারী ।বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আহসান হাবিব,নঈম আহমেদ,মোঃখালেক,জামিল হোসেন,সাজ্জাদুর রহমান খান,তাহমিনা সুইটি প্রমুখ।
নতুন নির্বাহী কমিটির নেতৃবৃন্দ হচেছন সভাপতি তারেক হাসান খান ,সাধারণ সম্পাদক আহমেদ সোহেল,সহ-সভাপতি: নাঈম আহমেদ, জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ হুদা সরওয়র চৌধুরী, পরিচালকবৃন্দ গিয়াস আহমেদ, এম এম শাহীন, মোঃ খালেক, মোহাম্মদ হোসেন কামাল , কোষাধ্যক্ষ: মুস্তাক চৌধুরী ,
যুগ্ম সাধারণ সম্পাদক: তাহমিনা সুইটি (অ্যাডমিন), সাজ্জাদ রহমান খান (প্রজেক্ট) , সাংস্কৃতিক সম্পাদক – ইশতিয়াক রুমি,নারী বিষয়ক সম্পাদক ফারহানা খান , টেল টুইস্টার: মহাব্বত আখন্দ , ক্লাব সার্ভিস বিষয়ক সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব ,কার্যনির্বাহী সদস্যবৃন্দ আব্দুল আলিম মিয়া পাখি,শাহজাহান চৌধুরী, গোলাম হোসেন মোসলেহ উদ্দিন, আবু পাশা, তাওহীদ মাহবুব মুন্না ।
সভাপতি তারেক হাসান খান ও সাধারণ সম্পাদক আহমেদ সোহেল সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা বিশ্বাস করি, নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্ব বিকাশ ও মানবসেবার কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নেবে। আপনাদের সহযোগিতায় এই যাত্রা হবে আরও অর্থবহ।” সাংবাদিক সম্মেলনের শেষে উপস্থিত সকল অতিথি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।সাংবাদিক সম্মেলন শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।